রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে তরুণদের সচেতন করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক
সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে তরুণদের সচেতন করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক
গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক, সম্প্রতি জাগো ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে তাদের ‘সাবধানে অনলাইন-এ’ এর কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট (ইয়েস) ২০২৪’ শীর্ষক সামিটে এই ঘোষণা দেয়া হয়। অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যমের ব্যবহার সম্পর্কে বাংলাদেশের তরুণদের শিক্ষা দেয়ার লক্ষ্যে এই উদ্যোগটি শুরু হয়।
এবারের সামিটের মূল আকর্ষণগুলোর একটি ছিল টিকটক এবং জাগো ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘ইয়েস টু সাবধানে অনলাইনে’ নামে ট্রেনিং সেশন। ‘নিরাপদ ইন্টারনেট দিবসকে’ সামনে রেখে আয়োজিত এই সেশনের লক্ষ্য ছিল অংশগ্রহনমূলক কার্যক্রম এবং আলোচনার মাধ্যমে ইন্টারনেট নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে যুবকদের প্রশিক্ষিত করে তোলা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জাগো ফাউন্ডেশনের সেচ্ছাসেবক যুব সংগঠন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর ৫০০ জন যুব নেতা এই সেশনে অংশগ্রহন করে। একজন বিশেষজ্ঞের প্রশিক্ষকের নেতৃত্বে সেশনটিতে নিরাপদ ইন্টারনেট অনুশীলন এবং টিকটকের সেইফটি টুলগুলোর ব্যবহার সহ ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিকগুলো বর্ণনা করা হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকের সাথে মঞ্চে একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যোগদান করেছিলেন। সেশনটির মাধ্যমে এই দুইজন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের অনলাইনের নিরাপদ অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও, সামিটে অংশগ্রহণকারীদের জন্য একটি ভিডিও কন্টেন্ট তৈরির প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল। সেরা ৩ জন কন্টেন্ট নির্মাতাকে অধিবেশন চলাকালীন বিজয়ী ঘোষণা এবং পুরস্কৃত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।