বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে ইনফিনিক্স হট ৪০ প্রো
বাজারে ইনফিনিক্স হট ৪০ প্রো
বাংলাদেশের বাজারে নতুন গেমিং ফোন হট ৪০ প্রো নিয়ে এলো প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্ট্রা-স্পিড প্রসেসের। এই প্রসেসরকে আরও শক্তিশালী করেছে ইনফিনিক্সের তৈরি এক্স-বুস্ট গেমিং ইঞ্জিন।
গেমিং ফোনটিতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, রিয়েল-টাইম টেম্পারেচার মনিটরিং ফিচার, ৮ জিবি র্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ১২৮ জিবি ধারণ ক্ষমতার এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩.৫ অপারেটিং সিস্টেমে চলে। ফোনটির সাইড-মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াবে।
৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটিতে আছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাম ব্লুু, হরাইজন গোল্ডএবং স্টারলিট ব্ল্যাক- এই তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।