মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে উচ্চগতির আসুস গেমিং গ্রাফিক্স কার্ড
বাজারে উচ্চগতির আসুস গেমিং গ্রাফিক্স কার্ড
গেমারদের জন্য উচ্চগতির নতুন গ্রাফিক্স কার্ড বাংলাদেশের বাজারে নিয়ে এলো আসুস পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। গ্রাফিক্স কার্ডটির মডেল আসুস আরওজি স্ট্রিক্স জিফোর্স আরটিএক্স ৪০৬০। গ্রাফিক্স কার্ডটি গেমারদের উন্নত মানের অভিজ্ঞতা দিতে সক্ষম।
একটানা গেম খেলার সময় যাতে ল্যাপটপ গরম না হয় এর জন্য এতে অক্ষীয়-প্রযুক্তির ছোট ফ্যান হাব ব্যাবহার করা হয়েছে যেটা কুলিং অ্যারের মাধ্যমে বায়ু প্রবাহ বাড়ানোর জন্য কাজ করে। যার কারনে কার্ডটি সহজে গরম হয় না। এতে রয়েছে সর্বোচ্চ তাপ অপচয়ের জন্য ভেন্টেড ব্যাক প্লেট। অতিরিক্ত পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না বলে যেকোনো সাধারণ পিসিতেও এই কার্ডটি ব্যবহার করা যাবে। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ গ্রাফিক্স কার্ডটির মূল্য ৬৩ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।