মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত চাকরি মেলায় বাক্কো
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত চাকরি মেলায় বাক্কো
গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত ‘চাকরি মেলা-২০২৪’ এ এগারো সদস্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।
অংশগ্রহণকারী বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো হলঃ ডিজিকন টেকনোলজিস পিএলসি, ফিফোটেক, মাই আউটসোর্সিং লিমিটেড, স্কাই টেক সলিউশন, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, চালডাল লিমিটেড, এসকে আইটি সেন্টার, নিসাই বাংলাদেশ লিমিটেড, রেডিয়েন্ট ডেটা সিস্টেমস্ লিমিটেড, এসেনশিয়াল ইনফোটেক এবং আইএল কর্প লিমিটেড।
উল্লেখ্য, মেলার সার্বিক সহযোগিতায় ছিল সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিওবিষয়ক ব্যুরো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।