সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২২, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শিশুদের ইন্টারনেটে নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগ জরুরি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শিশুদের ইন্টারনেটে নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগ জরুরি
২৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশুদের ইন্টারনেটে নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগ জরুরি

---বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেটের বিশাল জগতে শিশুদের নিরাপদ রাখার জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি। ভবিষ্যত প্রজন্মকে প্রযুক্তি সর্ম্পকে অন্ধকারে না রেখে ছোটবেলা থেকে স্কুল পর্যায়ে শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের প্রযুক্তির ক্ষতিকর বিষয়সমূহ সর্ম্পকে সচেতন করতে হবে। বিটিআরসি’র সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এর অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণ’ নামক প্রকল্পের ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

গত ১০ ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীতে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ  (সিসিমপুর) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি’র সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগে: জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, বিটিআরসির মূল লক্ষ্য সমগ্র দেশব্যাপী টেকসই টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কানেক্টিভিটি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে দূর্গম অঞ্চলে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল কনটেন্ট এবং ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। বিটিআরসি কর্তৃক এ পর্যন্ত— সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমের ১ লাখের অধিক ক্ষতিকর কনটেন্ট অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করতে হলে সর্বপ্রথম শিক্ষকদের সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ বলেন, শিশুদের শৈশব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ সময়ে শিশুদের মৌলিক ভিত্তি গড়ে ওঠে। একটি শিশু সকাল থেকে রাত পর্যন্ত কি কি করবে সে বিষয়ে কনটেন্ট তৈরি করা প্রয়োজন উল্লেখ করে এক্ষেত্রে দেশীয় সংস্কৃতিকে বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি।

সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিটিআরসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে বলেন, দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সিসিমপুর শিশুদের জন্য কনটেন্ট তৈরি করবে। শিক্ষকদের নিরাপদ ইন্টারনেটের বিষয়ে সচেতন করতে ইতোমধ্যে ময়মনসিংহের ১০টি উপজেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে বিটিআরসির সহযোগিতায় নিরাপদ ইন্টারনেট কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) আবু সাইফ আনসারী এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিটিআরসি’র কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’ দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন