বুধবার ● ৬ জুলাই ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » পরিবেশবান্ধব জ্বালানি উদ্ভাবন গ্রামীণফোন-জিআইজেড চুক্তি স্বাক্ষর
পরিবেশবান্ধব জ্বালানি উদ্ভাবন গ্রামীণফোন-জিআইজেড চুক্তি স্বাক্ষর
স্বল্প খরচে পরিবেশবান্ধব জ্বালানি বা গ্রিন এনার্জি সলিউশনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জার্মান কোম্পানি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জিআইজেড), জিএমবিএইচ ও সোলার সলিউশনের সঙ্গে মঙ্গলবার সমঝোতা চুক্তি করেছে গ্রামীণফোন। জিআইজেডের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এরিক অটো গম, সোলার সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক সিদ্দিকী এবং গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের গ্রামীণ জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে যৌথভাবে পুনঃনবায়নযোগ্য জ্বালানিনির্ভর নতুন ও সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করাই এ সমঝোতা চুক্তির প্রধান লক্ষ্য। এ কারণে রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত গরগরির চরে এক জরিপ চালানো হবে। এ বছরের চতুর্থ প্রান্তিকের মধ্যে এই সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে। জার্মানি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, কাউন্সেলর, পলিটিক্যাল অ্যান্ড ইকনোমিক অ্যাফেয়ার্স রলফ ডিয়েটার রেইনহার্ড, গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তানভীর মোহাম্মদ, এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, জিআইজেড, সোলার সলিউশন ও গ্রামীণফোনের কর্মকতারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোন এ বছর হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে একটি কমিউনিটি সোলার পাওয়ার প্রজেক্ট চালু করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।