রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উবার ইন্টারসিটি সার্ভিসে রাউন্ড ট্রিপ ফিচার
উবার ইন্টারসিটি সার্ভিসে রাউন্ড ট্রিপ ফিচার
উবারের ইন্টারসিটি সার্ভিসে সম্প্রতি যুক্ত হলো রাউন্ড ট্রিপ ফিচার। এই নতুন ফিচারের সাহায্যে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য বুক করতে পারবেন। এখন ঢাকা থেকে যেকোনো শহরে যাওয়ার সময় সর্বোচ্চ ৫ দিনের জন্য আউটস্টেশন রাউন্ড ট্রিপ বুক করতে পারবেন যাত্রীরা। এই পুরো সময়ে ঐ গাড়ি এবং চালক যাত্রীর সাথেই থাকবে। আরও থাকছে যাত্রা পথে স্টপ যোগ করার বাড়তি সুবিধা। এতে ৯০ দিন আগে পর্যন্ত অগ্রিম ট্রিপ বুক করার ফিচারটি ডিজাইন করা হয়েছে। রাউন্ড ট্রিপের ভাড়ায় অপেক্ষার সময় এবং রাতে থাকার খরচও (একাধিক দিনের ট্রিপের ক্ষেত্রে) যুক্ত করা হয়। এতে নিশ্চিত হয় যে, চালকরা তাদের সময়ের জন্য যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছেন।
এই নতুন ফিচার চালু হওয়ার ব্যাপারে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, স্বচ্ছন্দে ও সুবিধাজনকভাবে যারা যাতায়াত করতে চান, তাদের জন্য ইন্টারসিটির রাউন্ড ট্রিপ ফিচার একটি চমৎকার সংযোজন। এই ফিচারের মাধ্যমে ভ্রমণের জন্য স্থানীয় রেন্ট-এ-কার বুক করার ঝামেলাও দূর হবে। অ্যাপের মাধ্যমে ট্রিপটি ট্র্যাকও করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।