রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনোভেট স্কীলস এর আয়োজনে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ইনোভেট স্কীলস এর আয়োজনে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইনোভেট স্কীলস এর আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর ক্লাব ৮৯ লিমিটেডে কর্পোরেট পেশাজীবীদের জন্য ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা আয়োজনে সহায়তা করে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইআউট সোর্সিং লিমিটেড ও সোসাইটি ফর লিডারশিপ স্কীলস্ ডেভেলপমেন্ট (এসএলএসডি)। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এসএলএসডি এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী প্রফেসর জিএমএ মঈনুদ্দিন চৌধুরী।
আয়োজকদের পক্ষে মাই আউট সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তানজিরুল বাসার বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে ক্যারিয়ারের সাফল্যের ৮৫% আসে ভালো সফট স্কীলস থেকে। আর সাফল্যেও মাত্র ১৫% আসে বিশেষায়িত দক্ষতা থেকে। তিনি বলেন, একটি সফল প্রশিক্ষণ একজন সফল মানুষ তৈরি করতে পারে। তার জন্য প্রয়োজন সঠিক কারিকুলাম, দক্ষ পেশাদার প্রশিক্ষক এবং একটি সুষ্ঠু প্রশিক্ষণ ব্যবস্থাপনা। ইনোভেট স্কীলস্ এর মাধ্যমে আমরা সেই সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
অনুষ্ঠানে কর্পোরেট লিডারদের মধ্যে বক্তব্য রাখেন কাউসার আহমেদ নিরব, নুসরাত জাবিন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহাতাবুল হক, ডক্টর জেরিন দেলোয়ার হোসেন।
কর্মশালায় এসএসএল ওয়্যারল্যাস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পারসোনা, স্কাইটেক সলিউশনস, দি কাউ কোম্পানি, বিডিকম অনলাইন লিমিটেড সহ বেশ কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।