বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » একটি কম্পিউটার থেকে এখন ৫০০ কর্মীর প্রতিষ্ঠান বিডিকলিং
একটি কম্পিউটার থেকে এখন ৫০০ কর্মীর প্রতিষ্ঠান বিডিকলিং
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ড্রয়িংরুমের একটি মাত্র কম্পিউটার থেকে শুরু হয়েছিলো ব্যক্তিগত ফ্রিল্যান্সিং। সময়ের ব্যবধানে ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসে বর্তমানে পরিণত হয়েছে ৫০০ কর্মীর প্রতিষ্ঠানে। এই গল্পটি বিডিকলিং আইটি লিমিটেড নামক একটি আইটি প্রতিষ্ঠানের। গত ২৫ জানুয়ারি প্রতিষ্ঠানটির পাঁচশো কর্মী সংখ্যা পূর্ণ হয়েছে।
বিডিকলিং আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র আইটি সেক্টরে ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা। ইতমধ্যেই আমরা পাঁচশতাধিক কর্মীর প্রতিষ্ঠানে পরিণিত হয়েছি। সকলের সহযোগিতা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। তিনি জানান, শিগগিরই ঢাকার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি অফিস শুরু করতে যাচ্ছি আমরা। আমাদের পরিকল্পনা সারাদেশেই আমরা বিডিকলিংকে ছড়িয়ে দিতে চাই।
উল্লেখ্য, বিডিকলিং আইটি লিমিটেড বর্তমানে লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ইউএক্স/ইউআই ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়ার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়াও আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।