সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সহজের হাইওয়ে টু রানওয়ে ক্যাম্পেইন
সহজের হাইওয়ে টু রানওয়ে ক্যাম্পেইন
অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ, ‘হাইওয়ে টু রানওয়ে’ শীর্ষক একটি নতুন ক্যাম্পেইন ঘোষণা করেছে। এ ক্যাম্পেইনে বিজয়ীরা বাসের টিকেটকে বিমান টিকেটে আপগ্রেড করার সুযোগ পাবেন কোন বাড়তি খরচ ছাড়াই। সম্প্রতি ‘সহজ-আওয়ার জার্নি ফ্রম হাইওয়ে টু রানওয়ে’তে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের জন্য প্রতিষ্ঠানটির পরকিল্পনাগুলো উপস্থাপন করা হয়। এ সময় বিগত বছরগুলোয় প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের পেছনে থাকা কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করা হয়।
সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ‘হাইওয়ে টু রানওয়ে’ ক্যাম্পেইনটি নিয়ে বেশ আশাবাদী, কারণ এখানে উদ্ভাবনী চিন্তা ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে আমাদের নিরলস প্রচেষ্টা প্রতিফলিত হয়। আমরা ডিজিটাল টিকেটিং খাতকে নতুন আঙ্গিকে সাজিয়ে, সৃজনশীল সমাধানের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি।” সংবাদ বিজ্ঞপ্তি।