সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জুনিপারের ৪০০জি সলিউশন ব্যবহার করবে সামিট কমিউনিকেশনস্
জুনিপারের ৪০০জি সলিউশন ব্যবহার করবে সামিট কমিউনিকেশনস্
টেলিকমিউনিকেশন অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস্ লিমিটেড ৪০০জি কনভার্জড অপটিক্যাল রাউটিং সলিউশন সক্ষমতা বৃদ্ধির জন্য জুনিপার নেটওয়ার্কস-এর (এনওয়াইএসই:জেএনপিআর) পিটিএক্স সিরিজের রাউটার ব্যবহার করবে।
সামিট কমিউনিকেশনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ আল ইসলাম এ প্রসঙ্গে বলেন, জুুনিপার এর সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পেরে, বিশেষ করে ৫জি সল্যুশন বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। জুনিপার-এর ৪০০জি সল্যুশনস আমাদের নেটওয়ার্কের কার্যক্রমের পরিধি ও সক্ষমতা বাড়িয়ে আরও মজবুত ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবো বলে আমরা বিশ^াস করি।
জুনিপার নেটওয়ার্কস এর ম্যানেজিং ডিরেক্টর এবং ভারত ও সার্কর্ভুক্ত দেশগুলোর কান্ট্রি ম্যানেজার সাজান পল বলেন, বিগত বছরগুলোয় আমরা সামিট কমিউনিকেশনস্রে সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের নেটওয়ার্কিং ল্যান্ডস্কেপ পরিবর্তনে কাজ করছি এবং আমরা তাদেও নেটওয়ার্ক রূপান্তরের যাত্রায় ভূমিকা রাখতে পেরে গর্বিত। আমাদের অনন্য সল্যুশনগুলোর মাধ্যমে তাদের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে এবং ভবিষ্যত ব্যবসা ও গ্রাহকদের ক্রমবর্ধমান সংযোগের চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।