রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিটি শিল্পের তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে বেসিসের সেমিনার
আইসিটি শিল্পের তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে বেসিসের সেমিনার
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তি শিল্পের তথ্য-উপাত্তের সুরক্ষা ও এর গোপনীয়তা নিশ্চিতকরণ’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ডেটা প্রাইভেসি উইক ২০২৪ এর অংশ হিসেবে বেসিস এবং লিগ্যালাইজড এডুকেশন বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান; বেসিসের ডিজিটাল সিকিউরিটি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারমান লুতফর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার। এছাড়াও অনলাইনে বক্তব্য রাখেন অ্যাপেক এর ব্যবস্থাপনা পরিচালক জোশ লি কক থং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যালাইজড এডুকেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার তাসনুভা শেলী। এতে স্বাগত বক্তব্য রাখেন বেসিস এর সচিব হাশিম আহম্মদ।
সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান বলেন, ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এখন একটি বৈশ্বিক চিন্তার বিষয়। প্রথমবারের মত আমরা তথ্য সুরক্ষা সপ্তাহ পালন করতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি মানুষের ডিজিটাল লিটারেসিরও খুব প্রয়োজন। কোভিড আমাদের অনেকাংশে স্মার্ট করেছে, বিশেষ করে হোম অফিস ও অনলাইনে মিটিংয়ের ক্ষেত্রে। তবে, আমরা অনলাইনে যত আমাদের উপস্থিতি বাড়াচ্ছি, ততই আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কমছে। তাই আমাদের নিজেদের আরও সচেতন হতে হবে।’
বেসিসের ডিজিটাল সিকিউরিটি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারমান লুতফর রহমান বলেন, ‘আমাদের দেশের মানুষ নিজের তথ্যের গোপনীয়তা নিয়ে সচেতন না। মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাক্তিগত তথ্য প্রকাশ করে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের দেশের নীতিমালা বৈশ্বিক নীতিমালার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তাও খতিয়ে দেখতে হবে। আমরা উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার ও কর্মশালার পাশাপাশি তথ্য সুরক্ষার উপর সচেতনতা বাড়াতে প্রতি মাসে সোশ্যাল মিডিয়াতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছি।’
২১-২৭ জানুয়ারি ২০২৪ সপ্তাহব্যাপী এ আয়োজেনে অংশীদার হিসাবে ছিলো বেসিস ছাড়াও জাতীয় নিরাপত্তা এজেন্সি, এসএসএল কমার্স এবং জাস্টিসিয়া লিগ্যাল মাইন্ডস। সংবাদ বিজ্ঞপ্তি।