বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইন সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে টিকটক ও জাগো ফাউন্ডেশন
অনলাইন সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে টিকটক ও জাগো ফাউন্ডেশন
টিকটক এবং জাগো ফাউন্ডেশন দেশের তরুণদের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, জামালপুর, বাগেরহাট এবং নড়াইল জেলায় ‘অনলাইন সেফটি আড্ডা’ নামে কর্মশালা আয়োজন করেছে।
এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ডোমেইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সমূহ ব্যবহারের বিভিন্ন নিরাপত্তাজনিত দক্ষতা এবং আচরণগত শিষ্টাচার সম্পর্কে ধারনা অর্জন করেন। কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল টিকটকের সেফটি টুলসগুলোর সাথে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া, যা প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও অনলাইন কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীরা জ্ঞান অর্জন করেছে।
ক্যাম্পেইনটির অংশ হিসাবে, জাগো ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া পেইজগুলো থেকে একটি এসবিসিসি (সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন) ভিডিও কন্টেন্ট প্রকাশিত হয়েছিল। কন্টেন্টটি অনলাইন পরিবেশে নিরাপদ এবং দায়িত্বশীল আচরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ক্যাম্পেইনটির অগ্রগতির মাধ্যমে, টিকটক এবং জাগো ফাউন্ডেশন একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং অনলাইন অনুশীলনে তরুনদের ক্ষমতায়নের জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করছে। এই প্রচারাভিযানটি চলতি বছেরের এপ্রিল পর্যন্ত চলবে, যার অংশ হিসেবে খুলনার সমস্ত জেলায় ‘অনলাইন সেফটি আড্ডা’ কর্মশালা সম্প্রসারিত হবে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে আরো দুটি বিভাগীয় মিট-আপ আয়োজিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।