সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৬, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৪ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেলিযোগাযোগ খাতে মন্ত্রীপুত্র কন্যাদের বাণিজ্য
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেলিযোগাযোগ খাতে মন্ত্রীপুত্র কন্যাদের বাণিজ্য
৬২৪ বার পঠিত
বুধবার ● ৪ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেলিযোগাযোগ খাতে মন্ত্রীপুত্র কন্যাদের বাণিজ্য

টেলিযোগাযোগ খাতে মন্ত্রীপুত্র কন্যাদের বাণিজ্য
নাশরাত চৌধুরী: টেলিযোগাযোগ খাতে মন্ত্রীপুত্র-কন্যারা নাম লেখাচ্ছেন। এমপি-মন্ত্রী হয়ে ব্যবসা করতে না পারার নিয়মের কারণে নিজেরা গেটওয়ে লাইসেন্স নিতে না পারলেও পুত্র-কন্যাদের নামে তা নেয়া হচ্ছে। সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত পুত্র সৌমেন সেনগুপ্ত একটি টেলিযোগাযোগ কোম্পানির মালিকানা ও লাইসেন্স পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনায় আসেন। দুর্র্নীতি দমন কমিশন তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করে। অনুসন্ধানে জানা গেছে, ওই কোম্পানিতে প্রথম সুরঞ্জিত সেনগুপ্তের নাম ছিল। পরে তিনি মন্ত্রী হওয়ায় তার নাম বাদ দেন। ছেলের নাম দেন। তাদের পর এবার নতুন করে আলোচনায় এসেছেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তার কন্যা টেলিযোগাযোগ খাতের দু’টি লাইসেন্সের মালিক হচ্ছেন। এজন্য তিনি দু’-দু’টি কোম্পানির শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তিনি যে দু’টি ক্যাটিগরির লাইসেন্সের মালিক হতে যাচ্ছেন এর একটি আইসিএক্স আন্তঃসংযোগ এক্সচেঞ্জের, আরেকটি আইজিডব্লিউ আন্তর্জাতিক লং ডিস্টান্স গেটওয়ে। তার শেয়ার কেনার বিষয়ে ফাইল দু’টি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফাইলটি অনুমোদনের জন্য মন্ত্রীর দপ্তরে রয়েছে। সূত্র জানায়, আগে থেকেই আইসিএক্সটিতে আবুল হোসেনের কন্যার শেয়ার ছিল। তবে পরিমাণে কম। এখন তিনি ওই কোম্পানিতে আরও বেশি শেয়ার কিনছেন। এভাবে ওই কোম্পানির লাইসেন্সের প্রায় পুরোটি নিজের করে নিতে চাইছেন। সূত্র জানায়, যারা গেটওয়ে লাইসেন্স পেয়েছেন সেখানে অনেক মন্ত্রী-এমপির নাম জড়ানো হয়েছে লাইসেন্স পাওয়ার সুবিধার জন্য। বিটিআরসি’র কাছে আগে ওই লাইসেন্স প্রদানের ক্ষমতা থাকলেও এবার মন্ত্রণালয় কেবল তাদের হাতে লাইসেন্সের আবেদন গ্রহণ ও লাইসেন্স ইস্যু করার ক্ষমতা রেখেছে। কোন কোম্পানিকে লাইসেন্স দেয়া হবে, না হবে এর যাচাই-বাছাইসহ আনুষঙ্গিক কাজও মন্ত্রণালয় করে। পরে বিটিআরসি লাইসেন্স দেয়ার জন্য ফি আদায় করে ও লাইসেন্স ইস্যু করে।
সূত্র জানায়, মন্ত্রী হওয়ার আগেই আইজিডব্লিউ লাইসেন্সের আবেদনে সেনগুপ্ত টেলিকমের মালিকানায় সুরঞ্জিত সেনগুপ্তের নাম ব্যবহার করেছিলেন। ওই সময়ে তার ছেলে সৌমেন সেনগুপ্ত পিতার নাম ব্যবহার করে আইজিডব্লিউ লাইসেন্সের আবেদন করেন। সূত্র জানায়, পরে সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রী হওয়ার কারণে আর সেখানে তার নাম রাখেননি। ছেলেসহ কয়েকজনের নাম রয়ে যায়।
সূত্র জানায়, এমপি-মন্ত্রীদের সরকারের সঙ্গে থেকে ব্যবসা না করার বিধান থাকলেও তাদের সন্তানদের বেলায় কোন নিষেধাজ্ঞা নেই। আর এ কারণেই তাদের নামে শেয়ার কিনতেও সমস্যা নেই। উল্লেখ্য, আইজিডব্লিউ আন্তর্জাতিক টেলিফোন কল আদান-প্রদানে, আইসিএক্স এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে টেলিফোন কল আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। এটি আগামীতে আরও লাভজনক ব্যবসা হবে মনে করে বিভিন্ন কোম্পানি লাইসেন্স নেয়। আগে ৮টি কোম্পানির লাইসেন্স থাকলেও এবার ৮২টি কোম্পানিকে লাইসেন্স দেয়া হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে এ লাইসেন্স দেয়া হয়। দিন যত যাচ্ছে আন্তর্জাতিক কল আদান-প্রদান বাড়ার কারণে এ ক্ষেত্রে আয়ও বাড়ছে। নতুন নীতিমালা অনুযায়ী লাইসেন্স হস্তান্তরের ক্ষেত্রে সরকারকে কোন ফি দিতে হচ্ছে না। এ কারণে এটি আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আগে বড় অঙ্কের টাকা ফি দিতে হতো। লাইসেন্স হস্তান্তর ও শেয়ার বেচার ক্ষেত্রে এখন তা নেই।
কেবল মন্ত্রী পুত্র-কন্যা নয় এমপিরাও এ ক্ষেত্রে কম যাননি। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের নামে লাইসেন্স নিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার তার নামে গেটওয়ে লাইসেন্স নিয়েছেন। তিনি লাইসেন্স পেলেও এখনও কাজ শুরু করেননি। সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর তার নামে একটি লাইসেন্স নিয়েছেন। সেটিরও তেমনভাবে কাজ শুরু হয়নি। এদিকে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন একাধিক ক্যাটিগরির টেলিযোগাযোগ লাইসেন্স নিয়েছেন। বিডি লিংক নামে আইটিসি লাইসেন্স, ইন্টারনেট গেটওয়ে আইআইজির লাইসেন্স তার নাম সরাসরি রয়েছে। আইটিসি এবং আইআইজি লাইসেন্সের ক্ষেত্রে তিনি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নাম ব্যবহার করেন। এদিকে ওই দু’টি লাইসেন্স ব্যবসা করার জন্য নিলেও তিনি নিজের নামে রাখলেও অন্য দু’টি লাইসেন্সের মালিকানা পরিবর্তন করেন। বাংলাটেল লিমিটেড আইজিডব্লিউ এবং জীবনধারা সলিউশন লিমিটেড আইসিএক্সের মালিকানা ছিল তার। সেখানে পরে তিনি তার ভাইয়ের নাম লেখান। নিজের নামে একাধিক লাইসেন্স নেয়ার বিধান না থাকায় তিনি এই কৌশলের আশ্র্রয় নেন। তিনি পরে যে নাম পরিবর্তন করার জন্য আবেদন করেছেন সেটিও এখন মন্ত্রণালয়ে রয়েছে।



প্রধান সংবাদ এর আরও খবর

ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি
বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫ বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০ আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি
বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট