রবিবার ● ২১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-কমার্স প্ল্যাটফর্ম ঘরের বাজারের নতুন সংযোজন ‘ক্রিস্টাল মধু’
ই-কমার্স প্ল্যাটফর্ম ঘরের বাজারের নতুন সংযোজন ‘ক্রিস্টাল মধু’
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ই-কমার্স প্ল্যাটফর্ম ঘরের বাজার (www.ghorerbazar.com) এর পণ্য তালিকায় যুক্ত হলো নতুন পণ্য ‘ক্রিস্টাল হানি’। গত ২০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘরের বাজারের সর্বশেষ সংযোজিত পণ্য ‘ক্রিস্টাল হানি’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আহসানুল হক স্বপন; বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডা. মো. আমজাদ হোসেন; বিএসটিআই এর সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার নিলুফা হক; বিসিক এর সাবেক মহাব্যবস্থাপক জগদীশ চন্দ্র সাহা; আলওয়ান হানি মিউজিয়াম এন্ড রিসার্চ সেন্টারের সায়েদ মোহাম্মদ মাইনুল আনোয়ার এবং নর্থ-বেঙ্গল বি-কিপিং এসোসিয়েশনের মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে রাসায়নিক মুক্ত এবং উচ্চ মানের খাদ্য পণ্য সরবরাহের ক্ষেত্রে ঘরের বাজারের সামগ্রিক কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ঘরের বাজারের প্রতিষ্ঠাতা জামশেদ মজুমদার বলেন, আমাদের প্রতিদিনের খাবারে ব্যবহার করা চিনির পরিবর্তে ক্রিস্টাল হানি একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে। প্রতিদিনের খাবারে ক্রিস্টাল হানি যোগ করা শুধু স্বাদই বাড়াবে না বরং সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।
ঘরের বাজারের অপর প্রতিষ্ঠাতা মো. নাজমুস সাকিব বলেন, আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে টেকসই এবং শীর্ষস্থানীয় পণ্য সরবরাহ করে বাজারে নেতৃত্ব দেওয়া।
এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ঘরের বাজারের কোন ফিজিক্যাল শপ নেই। কিন্তু ফিজিক্যাল শপ প্রতিষ্ঠার বিষয়টি সংশ্লিষ্টদের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়াও ই-কমার্সেও প্রতি মানুষের আস্থা তৈরিতে ঘরের বাজার উদ্যোগ নিবেও বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।