বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্যালাক্সি এআই, গ্যালাক্সি এস২৪ ও গ্যালাক্সি রিং উন্মোচিত
গ্যালাক্সি এআই, গ্যালাক্সি এস২৪ ও গ্যালাক্সি রিং উন্মোচিত
গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪-এ স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবনগুলো উন্মোচন করা হয়েছে। গত ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত এই আয়োজনে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস এস২৪, গ্যালাক্সি এআই ও গ্যালাক্সি রিং উন্মোচন করা হয়।
গ্যালাক্সি এস২৪, এস২৪+ ও এস২৪ আল্ট্র ডিভাইসে ব্যবহার করা হয়েছে আরও উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার। গ্যালাক্সি এস২৪ আল্ট্রায় ফ্ল্যাট ডিসপ্লে ও টাইটানিয়াম ফ্রেমের পাশাপাশি, নক্ষত্ররাজির ছবিও জুম করে নিখুঁতভাবে তুলতে সক্ষম এমন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একইসাথে, এ ডিভাইসগুলোর জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট আপগ্রেড করেছে স্যামসাং। ডিভাইসগুলো মার্বেল গ্রে, কোবাল্ট ভায়োলেট, অনিক্স ব্ল্যাক, অ্যাম্বার ইয়েলো, অরেঞ্জ, লাইট ব্লু ও লাইট গ্রিন রঙে পাওয়া যাবে।
নতুন গ্যালাক্সি ডিভাইসগুলোতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে তা হলো- গ্যালাক্সি এআই। গ্যালাক্সি এআইয়ে ফিচার হিসেবে রয়েছে এআই ওয়ালপেপার, রিয়েল-টাইম ফোন কল ট্রান্সলেশন, ম্যাজিক এডিটরের মতো ফটো এনহান্সমেন্ট টুল, এআই-সমৃদ্ধ জুম-ইন, কি-বোর্ডে পাঁচটি কনভার্সেশনাল টোন এবং এআই-চালিত নোটস অ্যাপ। অনুষ্ঠানে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি রিং ফিটনেস ট্র্যাকারও দেখানো হয়েছে।
অনুষ্ঠানে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলোর জন্য ৭ বছরের নিরাপত্তা আপডেট এবং ৭ম জেনারেশনের ওএস আপগ্রেড ঘোষণা করা হয়েছে।
গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৪ প্লাস এবং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর দাম যথাক্রমে ৭৯৯, ৯৯৯ এবং ১,২৯৯ মার্কিন ডলার। বাংলাদেশে শীঘ্রই ডিভাইসগুলো পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।