বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেয়ারট্রিপ নিয়ে এলো ‘সিট সিলেকশন’ ফিচার
শেয়ারট্রিপ নিয়ে এলো ‘সিট সিলেকশন’ ফিচার
ভ্রমণপ্রেমীদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে প্রথমবারের মত ‘সিট সিলেকশন’ ফিচার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ। ফলে, শেয়ারট্রিপ অ্যাপের মাধ্যমে ভ্রমণকারীরা নিজেদের পছন্দ ও সুবিধা অনুযায়ী বিমানের আসন বেছে নিতে পারবেন।
এই নতুন ফিচারটি উপভোগ করতে প্রথমেই শেয়ারট্রিপ অ্যাপ অথবা ওয়েব প্ল্যাটফর্মে ঢুকে ‘মাই বুকিং’ এ ক্লিক করে রিভিউ ও পেমেন্ট পদ্ধতিগুলো সম্পন্ন করতে হবে। এরপর, ‘সিট ডিটেইলস’ এ গিয়ে ‘স্টার্ট সিলেক্টিং সিটস’ এ ক্লিক করে সিটগুলোর মধ্যে থেকে নিজের পছন্দের সিটে ক্লিক করলেই আপনার পছন্দের জায়গাটি বুক হয়ে যাবে। বর্তমানে, ইউজাররা শেয়ারট্রিপ ওয়েবসাইটে এবং বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের জন্য এই সিট সিলেকশন ফিচারটি উপভোগ করতে পারবেন।
এই নতুন ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানা যাবে শেয়ারট্রিপ অ্যাপ এবং শেয়ারট্রিপ ওয়েবসাইটে। সংবাদ বিজ্ঞপ্তি।