বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে লেনোভোর ইন্টেল ১৩ প্রজন্মের কোর আই-সেভেন ল্যাপটপ
বাজারে লেনোভোর ইন্টেল ১৩ প্রজন্মের কোর আই-সেভেন ল্যাপটপ
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে লেনোভোর ইন্টেল ১৩ জেনারেশনের কোর আই-সেভেন আইডিয়া প্যাড স্লিম থ্রি-আই ল্যাপটপ। ল্যাপটপগুলো মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইচ টেস্টেড, ফলে এটি বালি, কম্পন, ধুলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে।
টিইউভি লো ব্লু-লাইট এবং ফুল এইচডি ডিসপ্লে সংযোজিত এই ল্যাপটপগুলোতে রয়েছে সর্বোচ্চ ৪.৬ গিগাহার্জ ইন্টেল কোর আই সেভেন-১৩৪২০এইচ প্রসেসর, ৮ জিবি এলপি ডিডিআর-ফাইভ র্যাম, ইন্টেগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স এবং স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এনভিএমই এসএসডি। মডেলভেদে এই ল্যাপটপগুলোতে রয়েছে ৭২০পি অথবা ১০৮০পি এফএইচডি ওয়েবক্যাম, ফুল ফাংশন ইউএসবি টাইপ-সি, উইন্ডোজ ১১ এবং ব্যাক-লিড কী-বোর্ড। এছাড়াও রয়েছে টিপিএম ২.০ সিকিউরিটি চিপ, যা ল্যাপটপ-এ ব্যবহার করা গোপন পিন বা পাসওয়ার্ড সুরক্ষিত রাখে। এই ল্যাপটপগুলো ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আর্কটিক গ্রে এবং এবিস ব্লু কালারে পাওয়া যাচ্ছে। দুই বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপের দাম ৮৭ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।