রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলিকম ডিভিশনে সরকারের কোনো কোম্পানি লসে থাকতে পারবে না: জুনাইদ আহ্মেদ পলক
টেলিকম ডিভিশনে সরকারের কোনো কোম্পানি লসে থাকতে পারবে না: জুনাইদ আহ্মেদ পলক
মোহাম্মদ কাওছার উদ্দীন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন টেলিকম ডিভিশনে সরকারের কোনো কোম্পানি লসে থাকতে পারবে না। আমাদের ক্যাবল শিল্প সংস্থা এবং সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড লাভে আছে, এই দুটি কোম্পানির লাভ আরো বাড়াতে হবে এবং বাকি কোম্পানিগুলোকে আগামী জুনের মধ্যে প্রফিটে যেতে হবে। সেটা যদি না হয় তাহলে কোম্পানিগুলোর ব্যাপারে আমাদের কঠোর সিদ্ধান্তে যেতে হবে। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর ১৪ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রথম কর্ম দিবসে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সকল সদস্যদের প্রতি যে নির্দেশনাগুলো প্রদান করেছেন সেখানে তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে, মিতব্যয়িতা, দেশের মানুষের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এবং সততা ও স্বচ্ছতা। সেক্ষেত্রে আমাদের তিনটি স্ট্র্যাটেজি থাকবে, বেনিফিট অফ দি সিটিজেন, রিটার্ন অন ইনভেস্টমেন্টস এবং জাস্টিফিকেশন। পলক বলেন, আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকের ছয়টা ‘আই’ মেনে চলতে হবে। মেনে চলা উচিত বা মেনে চলার অনুরোধ নয়, মেনে চলতে হবে। যদি কেউ মেনে না চলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছয়টা ‘আই’ হচ্ছে, ইন্টেগ্রিটি, ইনক্রিজ এফিশিয়েন্সি, ইমপ্রুভ প্রসেস অ্যান্ড পারফর্ম্যান্স, ইন্টার্যাক্ট উইথ স্টেকহোল্ডার্স, ইনভেস্টমেন্ট আট্রাকশন এবং আইটি-আইটিএসের প্রোমোশন।
টেলিকম ডিভিশনে সরকারের কোম্পানিগুলোকে প্রফিটেবিলিটি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোমোশন, প্রসেস টু কানেক্ট কাস্টমারস এই চারটা ‘পি’ মেনে চলতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের পাঁচটা অঙ্গীকার আছে, যেগুলো আমরা আগামী পাঁচ বছরে শতভাগ পূরণ করতে চাই। প্রথমত: প্রত্যেক বাড়িতে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিতে চাই; দ্বিতীয়ত: আমাদের আইটি রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই; তৃতীয়ত: সমগ্র বাংলাদেশকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনা; চতুর্থত: টেলিকম ডিভিশনে সরকারের কোনো কোম্পানি লসে থাকতে পারবে না, পঞ্চমত: আগামী পাঁচ বছরে আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ, রপ্তানি এবং কর্মসংস্থান বাড়ানো। আমাদের এসব লক্ষ্য অর্জন করতে হবে, সময় নষ্ট করা যাবে না।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন দপ্তর ও সংস্থা প্রধানগণ।