শুক্রবার ● ১২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে রিয়েলমি ১২ প্রো সিরিজ
বাজারে রিয়েলমি ১২ প্রো সিরিজ
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি অনুষ্ঠিত ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ এ রিয়েলমি ১২ প্রো সিরিজে পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি এবং বিলাসবহুল ঘড়ির ডিজাইনের ফিচার সমৃদ্ধ রিয়েলমি ১২ প্রো সিরিজটি অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত করা হয়। এর মাধ্যমে চলতিবছর থেকে রি-ব্র্যান্ডিংয়ের ঘোষণার পর রিয়েলমি প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আনলো রিয়েলমি ১২ প্রো সিরিজটি।
এই সিরিজের স্মার্টফোন রাতে ছবি তোলার সময় আশেপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে আরও স্পষ্টকরে তোলে। স্বাভাবিক ছবি তোলার জন্য ৭১ এমএম গোল্ডেন ফোকাল লেংথের পাশাপাশি এতে রয়েছে একটি ৩ গুণ পোর্ট্রেট মোড। এটিতে ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুম করা সম্ভব। এর মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯০ ওআইএস ফিচার, যা রাতের ফটোগ্রাফির আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এই ক্যামেরায় রয়েছে একটি ১/১.৫৬ ইঞ্চি সেন্সর, একটি ২৪ এমএম এর সমপরিমাণ ফোকাল লেংথ এবং একটি এফ/১.৮ অ্যাপারচার। এছাড়াও, এতে রয়েছে একটি পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। আছে ০.৬ গুণ, ১ গুণ, ২ গুণ, ৩ গুণ ও ৬ গুণ লসলেস জুমের সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।