বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডেটা ব্যবহারে লিমিট থাকছে না
মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডেটা ব্যবহারে লিমিট থাকছে না
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা নতুন করে একই প্যাকেজে যোগ হওয়ার যে লিমিট ছিল তা তুলে দিয়েছে বিটিআরসি। আগে গ্রাহক ৫০ জিবি পর্যন্ত অবব্যহৃত ডেটা একই প্যাকেজে ক্যারি ফরওয়ার্ড পেত। এখন গ্রাহকের যত ডেটাই অবব্যহৃত থাকুক না কেন তার পুরোটাই পাবেন। এজন্য ‘মোবাইল ফোন অপারেটর সমূহের ডেটা এবং ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ সংশোধন করেছে বিটিআরসি। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত মোবাইল অপারেটরগুলোকে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। অপারেটরগুলো জানিয়েছে, তারা ইতোমধ্যে এই নির্দেশনা কার্যকর করেছে। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
সর্বশেষ নির্দেশিকার ৭.৫ ক্লজে বলা ছিল, একটি প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একজন গ্রাহক ওই প্যাকেজটি (ভ্যারিয়েশনসহ মেয়াদ বা ভলিউম ইত্যাদি) পুনরায় কিনলে আগের প্যাকেজটির অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে আর গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত এই ক্যারি ফরওয়ার্ড পাবেন। নতুন সংশোধনীতে বলা হয়েছে, গ্রাহকের ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা বোনাসসহ ক্যারি ফরওয়ার্ড হবে যদি গ্রাহক আগের প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ (আলাদা মেয়াদ হলেও) কেনেন।
নতুন নির্দেশিকায় স্পেশাল ডে প্যাকেজের সর্বোচ্চ মেয়াদ ৭ দিন করা (আগে এটি ছিল ৩ দিন)। অপারেটর যে প্যাকেজেই দিক না কেন তার মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড (আগে এটি ছিলো ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন)। একটি অপারেটরের নিয়মিত, বিশেষ, রিসার্চ ও ডেভেলমেন্ট, সব ধরনের ব্র্যান্ড (গ্রামীণফোন, স্কিটো, রবি, এয়ারটেল, বাংলালিংক ইত্যাদিসহ যা আছে) মিলিয়ে প্যাকেজের সংখ্যা হবে ৪০টি। আগে এটি ছিল ৮৫টি। মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে ডেটা ক্যারি ফরওয়ার্ড হবে।