মঙ্গলবার ● ৩ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইনে জন্মনিবন্ধন তথ্য দেওয়ার লক্ষ্য নির্ধারণ
অনলাইনে জন্মনিবন্ধন তথ্য দেওয়ার লক্ষ্য নির্ধারণ
২০১৩ সালের জুনের মধ্যে দেশের সব জন্মনিবন্ধন তথ্য অনলাইনে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
২০০৪ সালে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন করে সরকার। আইনটি কার্যকর হয় ২০০৬ সালের জুলাই থেকে। আইন অনুযায়ী, কেউ মারা গেলে মৃত্যুর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টরা তথ্য জানাতে বাধ্য। এ ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আর নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মনিবন্ধন করে না থাকলে ১৮ বছরের কম বয়সীরা বিনা মূল্যে এবং ১৮ বছরের বেশি বয়সীরা ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করানোর সুযোগ পাচ্ছেন।
স্থানীয় সরকার বিভাগের অধীনে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পে ২০০১ সাল থেকে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সহায়তা করছে।
প্রকল্পের পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ব্যক্তির ক্ষেত্রে তার পরিচিতি ও বয়স নির্ধারণ এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্মনিবন্ধন জরুরি। জন্ম ও মৃত্যুনিবন্ধনের মাধ্যমে দেশের প্রকৃত জনসংখ্যা কত, তা জানা সম্ভব।
প্রকল্পের দেওয়া হিসাব অনুযায়ী, গত মার্চ পর্যন্ত সারা দেশে ১৪ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৯৯৭ জন জন্মনিবন্ধনের আওতায় এসেছে।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নতুন ও পুরোনো মিলে গতকাল সন্ধ্যা পর্যন্ত চার কোটি ৪১ লাখ ২৫ হাজার জনের জন্মনিবন্ধন তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়েছে। ২০১০ সালের অক্টোবর মাস থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে।