শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চালু হলো নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’
চালু হলো নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’
দেশের মানুষকে ভেজাল মুক্ত ও নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কার্যক্রম শুরু করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’ (www.ghorerbazar.com)। এই অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ভেজাল মুক্ত ও নিরাপদ শুকনো ফল, বাদাম, বীজ, গাওয়া ঘি, খাঁটি সরিষার তেল এবং খাঁটি মধু।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ নাজমুস সাকিব এবং জামসেদ মজুমদার জানিয়েছে তাদের লক্ষ্য শুধুমাত্র একটি অনলাইন স্টোর হওয়া নয়, বরং বাংলাদেশে ১০০ ভাগ বিশুদ্ধ এবং নিরাপদ খাদ্য পণ্যে নেতৃত্ব দেওয়া।
ঘরের বাজার এর বিক্রয়ের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটির সামগ্রিক বিক্রির প্রায় ২০ শতাংশ হয় প্রবাসীদের পরিবারে। অর্থাৎ প্রবাসীরা বিদেশ থেকে পেমেন্ট করেই নির্বিঘেœ তাদের বাসায় পণ্য পাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।