শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশকে লক্ষ্য করে ফিশিং আক্রমণ, সতর্ক করল সার্ট
বাংলাদেশকে লক্ষ্য করে ফিশিং আক্রমণ, সতর্ক করল সার্ট
বাংলাদেশকে লক্ষ্য করে ফিশিং আক্রমণ চালাচ্ছে একটি হ্যাকার গ্রুপ। এ ধরনের ফিশিং আক্রমণ থেকে রক্ষা পেতে কোন সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)।
গত ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।
এতে বলা হয়, বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টিলিজেন্স ইউনিট ‘সাইডউইন্ডার’ নামে একটি হ্যাকার গ্রুপ শনাক্ত করেছে। যারা দক্ষিণ ও পূর্ব এশিয়ায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে ফিশিং ক্যাম্পেইনের মাধ্যমে সাইবার আক্রমণ করছে। গ্রুপটি র্যাটল¯েœক, রেজার টাইগার, এপিটি-সি-১৭, টি-এপিটি-০৪ সহ নানা নামে পরিচিত। সরকারি ও সামরিক সংস্থাগুলোর সাইবার অবকাঠামোগুলো এই সাইবার হামলার মূল লক্ষ্যবস্তু। সংবাদ বিজ্ঞপ্তি।