![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রিয়শপের খুচরা বিক্রেতাদের জন্য লঙ্কাবাংলার লোন সুবিধা
প্রিয়শপের খুচরা বিক্রেতাদের জন্য লঙ্কাবাংলার লোন সুবিধা
খুচরা বিক্রেতাদেরকে সহযোগিতার জন্য দেশীয় বিটুবি মার্কেটপ্রেস প্রিয়শপ ডটকম এবং লঙ্কাবাংলা এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিয়শপ ডটকমের খুচরা বিক্রেতারা সহজে লঙ্কাবাংলা থেকে লোন সুবিধা পাবেন। প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি’র এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খোরশেদ আলম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন চুক্তি সম্পর্কে বলেন, বাংলাদেশের এমএসএমইগুলোর ফিনটেক অন্তর্ভুুক্তি বৃদ্ধির জন্য প্রিয়শপের এই সহযোগিতা। খুচরা ব্যবসায়ের ক্ষমতায়ন সহজতর করার জন্য এবং এমএসএমই সেক্টরকে সহায়তা প্রদানের জন্য আমাদের এই উদ্যোগ।
লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খোরশেদ আলম বলেন, এই সহযোগিতার মাধ্যমে আমরা প্রিয়শপের তালিকাভুক্ত খুচরা বিক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়াতে নতুন সুযোগ দিচ্ছি। আরও কার্যকরভাবে ক্ষমতায়নের জন্য শীঘ্রই আরও উদ্যোগ নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।