বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে ইনফিনিক্সের নতুন গেমিং ফোন হট ৪০আই
বাজারে ইনফিনিক্সের নতুন গেমিং ফোন হট ৪০আই
ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন গেমিং ফোন হট ৪০আই। স্মার্টফোনটি বিশেষ ছাড়সহ এখন দারাজে পাওয়া যাচ্ছে।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর প্রসেসর ইউনিসক টি৬০৬। এই প্রসেসরকে আরও জোরালো করেছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন, এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.০ গিগাহার্জ। ইনফিনিক্সের তৈরি এই গেমিং ইঞ্জিনটির মাধ্যমে গেমাররা নিজেদের পছন্দমতো গেমিং সেটিংস পরিবর্তন করতে পারবেন। ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চি ৯০ হার্জ এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে, ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জার, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি রম, ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৩-এ চলা এই ফোনটিতে আরও আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট গোল্ড এই তিনটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম ১৩,৯৯৯ টাকা। দারাজ থেকে এই ফোনটি কেনার সময় গ্রাহকরা পাবেন ১০০০ টাকা মূল্য ছাড়। এছাড়া নির্বাচিত ক্রেডিট কার্ড প্রিপেমেন্টের ক্ষেত্রে ০% ইএমআই সুবিধাও থাকছে। সংবাদ বিজ্ঞপ্তি।