মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে কিউডি মেশ সিরিজের নতুন রাউটার
বাজারে কিউডি মেশ সিরিজের নতুন রাউটার
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে কিউডির মেশ সিরিজের নতুন একটি রাউটার এম ৩০০০। এটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ৬ রাউটার। ব্যবহারের সুবিধার্থে কিউডি এই রাউটারটিকে ১ প্যাক, ২ প্যাক, এবং ৩ প্যাকের মোট ৩টি ভ্যারিয়েন্টে নিয়ে এসেছে। রাউটারগুলোতে রয়েছে প্রতি সেকেন্ডে ২.৫ গিগাবাইটের ইন্টারনেট পোর্ট এবং ৫টি এন্টেনা। এই মেশ রাউটারটির বিশেষ ফিচার হলো অন্য একটি মেশ রাউটারের সাথে এটিকে খুব সহজে পেয়ারিং করে ব্যবহার করা যায়।
রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জের ডুয়েল করটেক্স এ৫৩ প্রসেসর এবং দ্রুত গতির এ এক্স ৩০০০ সিরিজের ওয়াই-ফাই ৬ এর টেকনোলজি। রয়েছে ১ টি ২.৫ গিগাবাইট পার সেকেন্ডের ইথারনেট পোর্ট, একটি ১০/১০০/১০০০ মেগাবাইট পার ইউনিট ইথারনেট পোর্ট। রাউটারটি ২০/৪০/৮০/১৬০ মেগাহার্জের ব্যান্ডউইথ সাপোর্ট করে। এটি আইপিভি ফোর এবং আইপিভি সিক্স ইন্টারনেট প্রোটোকল সাপোর্ট করে। এম ৩০০০ রাউটারটির ডাটা ট্রান্সফার স্পিড যথাক্রমে ২৪০২ মেগাবাইট/সেকেন্ড + ৫৭৪ মেগাবাইট/সেকেন্ড। সংবাদ বিজ্ঞপ্তি।