মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ওপেন ডে প্রোগ্রাম অনুষ্ঠিত
ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ওপেন ডে প্রোগ্রাম অনুষ্ঠিত
ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ৩১ ডিসেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হল ওপেন-ডে প্রোগ্রাম। বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) যৌথভাবে এ প্রোগ্রামের আয়োজন করে। রাজধানীর বিভিন্ন স্কুুল পড়ুয়া শিক্ষার্থীরা ওপেন-ডে অংশগ্রহন করেন।
শিক্ষার্থীদের নিজের হাতে রোবট নাচানোর পাশাপাশি ল্যাবের যন্ত্রপাতি ও মাপজোখ, বিশেষ করে মাইক্রোস্কোপ নিয়ে কাজ করার সুযোগ ছিল এখানে। জীবনে প্রথমবারের মত নিজের হাতে রোবট চালাতে পেরে উচ্ছ্বসিত ছিল অনেকেই।
প্রোগ্রামের এক ফাঁকে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, চিলড্রেন সায়েন্স কংগ্রেসে অংশগ্রহণ করতে করনীয় সম্পর্কে জানানোর পাশাপাশি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে নিবন্ধন করার জন্য উৎসাহিত করা হয় সবাইকে। উপস্থিত সবাই স্ক্র্যাচ প্রোগ্রামিং এবং জলবায়ু পরিবর্তন নিয়ে ধারণাও পায়। আয়োজনের শেষ ভাগে ছিল চিলড্রেন রিসার্চ ফান্ড প্রোগ্রাম নিয়ে বিশেষ নির্দেশনামূলক সেশন। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষনায় আগ্রহী করে তুলতে এ বছর থেকে শুরু হয়েছে এই প্রোগ্রামটি। এই ফান্ডের মাধ্যমে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের নিজস্ব গবেষণা প্রকল্পগুলোতে প্রয়োজনীয় সহযোগীতা পেতে পারবে। এই সেশনে কিভাবে ফান্ডের জন্য আবেদন করা যাবে, কিভাবে একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে-এসব কিছুই নিয়ে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য, ফান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ও ভাতা পাবে। সংবাদ বিজ্ঞপ্তি।