সোমবার ● ২ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গুগলের ট্যাবলেট পিসি উন্মোচিত
গুগলের ট্যাবলেট পিসি উন্মোচিত
প্রযুক্তি জায়ান্ট গুগল নিয়ে আসছে নিজস্ব ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটার নেক্সাস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুগলের ডেভেলপার সম্মেলনে ট্যাবলেটটি উন্মোচন করা হয়েছে। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের তৈরি ডিভাইসটি জুলাইয়ের মাঝামাঝি বাজারে আসবে বলে জানিয়েছে গুগল।
গত ২৭ জুন গুগল তাদের ডেভেলপার সম্মেলনে জানায়, নেক্সাস ৭ নামের ট্যাবলেটটি তাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম জেলি বিন সহকারে বাজারে আসবে। নিজেদের মটোরোলা হার্ডওয়্যার ইউনিট থাকা সত্বেও তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের মাধ্যমে ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। ৭ ইঞ্চি পর্দার নেক্সসের সঙ্গে অ্যামাজানের ১০ ইঞ্চি পর্দার কিন্ডল ফায়ার ও অ্যাপলের আইপ্যাডের সাদৃশ্য রয়েছে। এটির স্ট্যান্ডবাই টাইম প্রায় ৩০০ ঘণ্টা। তবে এটির দুটি সংস্করণ থাকছে। গুগলের অ্যান্ড্রয়েড প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক হুগো বাররা বলেন, ট্যাবলেটটি এনভিডিয়া কোয়াড কোর সিপিইউ ও ১২ কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সমৃদ্ধ। এতে অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে চালানো সম্ভব হবে। এতে ডিফল্ট হিসেবে গুগল ক্রোম ব্রাউজার থাকছে। প্রাথমিকভাবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াতে ডিভাইসটি বাজারজাত করা হবে। ১৬ গিগাবাইট মেমোরি সমৃদ্ধ নেক্সাসের দাম ১৯৯ ডলার এবং ৮ গিগাবাইট মেমোরির ট্যাবলেটটি ১৫৯ ডলারে পাওয়া যাবে।