সোমবার ● ২ জুলাই ২০১২
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইট
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইট
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইট গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এ ওয়েবসাইটে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, যোগাযোগ ব্যবস্থা ও ট্যুরিজম এজেন্সিসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা www.tourismboard.gov.bd ।
ওয়েবসাইটটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সচিব মো. আতাহারুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশ-বিদেশে পর্যটনের প্রসারে ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইন’ শীর্ষক একটি বিপণন কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় এ নতুন ওয়েবসাইট চালু করা হলো। এ ওয়েবসাইটে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন সম্পর্কিত তথ্যাদি, বাংলাদেশের বিভিন্ন হোটেল-মোটেল, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টদের ঠিকানা ও কার্যক্রম সন্নিবেশ করা হয়েছে। বাংলাদেশের ম্যাপ, পর্যটন দর্শনীয় স্থানগুলো, সাংস্কৃতিক ঐতিহ্য, ইমেজ, ফটোগ্যালারি, ই-ব্রোশিওর, ট্যুরিজম ডিরেক্টরিসহ সর্বশেষ পর্যটন সম্পর্কিত সংবাদ এ ওয়েবসাইটে স্থান পাবে। এ ছাড়া থাকবে দেশের পর্যটনসংশ্লিষ্ট আইন।
একজন ইন্টারনেট ব্যবহারকারী খুব সহজেই ওয়েবসাইটটি ব্রাউজ করে বাংলাদেশের পর্যটন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি পেয়ে যাবেন এবং তথ্যাদি ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট ব্যবহারকারীরা এতে পর্যটনমন্ত্রী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি নির্দিষ্ট আইকনে ক্লিক করে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবে। এ নতুন ওয়েবসাইটটি খুবই আধুনিক ও তথ্যসমৃদ্ধ হওয়ায় দেশ-বিদেশের মানুষ ব্যাপকভাবে বাংলাদেশের পর্যটন সম্পর্কে তথ্য জানতে পারবে। আশা করা হচ্ছে, এ ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে দেশের পর্যটনের ব্যাপক প্রচার ও প্রসার ঘটবে।
এ ওয়েবসাইটের মাধ্যমে ট্যুরিজম-সংক্রান্ত যেকোনো মতামত বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আশা করছে। নতুন ওয়েবসাইট ডেভেলপকারী প্রতিষ্ঠান সোহাগী ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম ইফতেখার হোসেন অনুষ্ঠানে জানান, সবার মতামতের ভিত্তিতে এক বছর ধরে এ ওয়েবসাইটের আধুনিকায়নে সব পদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশের পর্যটন প্রসারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে এবং বোর্ড কর্তৃক মুদ্রিত ও নির্মিত প্রচারসামগ্রী, ডিভিডি ইত্যাদি বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নির্মিত ডিভিডি ‘Beautiful Bangladesh’ ক্রোয়েশিয়ায় ‘জাগরেভ ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ ‘The Best Film up to 60min’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে।
নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ৪ জুলাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এটাকে তাদের একটি সাফল্য বলে উল্লেখ করে।