সোমবার ● ২ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ বেসিস ২০১২-১৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন
আজ বেসিস ২০১২-১৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন
আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১২-১৪ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচন।
ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস অডিটোরিয়ামে আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে নির্বাহী কমিটির নয়টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরাসরি দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। টিম-৩৬০ নামের নেতৃত্বে আছেন এ কে এম ফাহিম মাশরুর। এ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: নাভিদ-উল-হক, শাহ ইমরাউল কায়ীস, এম রাশিদুল হাসান, এ বি এম রিয়াজুদ্দিন মোশারফ, রাসেল টি আহমেদ, শামীম আহসান, সৈয়দ আলমাস কবির ও সহযোগী সদস্য উত্তম কুমার পাল।
অপর প্যানেল অ্যাকশন টিমের দলনেতা এস কবির আহমেদ। এ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: শাফকাত হায়দার, শেখ এ শাহিদ, সায়েদুল ইসলাম মজুমদার, ইমতিয়াজ আহমেদ খান, মো. রফিকুল ইসলাম, কাজী জাহিদুল আলম, কাজী হাসান মুজাহিদ ও আরিফ আহমেদ চৌধুরী।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা জানান, নির্বাচনে সাধারণ সদস্য ৩১০ জন এবং সহযোগী সদস্য ১০৪ জন-মোট ৪১৪ জন ভোটার রয়েছেন। নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হলেন কে আতিক-ই-রাব্বানী ও বীরেন অধিকারী। এ ছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন এ তৌহিদ এবং সদস্য হিসেবে রয়েছেন কামরুল ইসলাম ও মো. সবুর খান।