রবিবার ● ১ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » কম্পিউট ইঞ্জিন চালু করেছে গুগল
কম্পিউট ইঞ্জিন চালু করেছে গুগল
কম্পিউট ইঞ্জিন নামে ক্লাউড কম্পিউটিং সেবা চালু করেছে গুগল। সার্চ জায়ান্টের এ সেবার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো গুগলের তথ্যকেন্দ্র থেকেই সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বৃহস্পতিবার গুগলের ব্লগপোস্টে জানানো হয়, এ সেবার মাধ্যমে গ্রাহক প্রতিষ্ঠানগুলো গুগলের অবকাঠামো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এতে লিনাক্সের ভার্চুয়াল মেশিন ব্যবহার করা হচ্ছে। সেবাটির ব্যাপারে চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুগলের তথ্যকেন্দ্রের কার্যক্ষমতায় ক্লাউডসেবা দানকারী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ৫০ শতাংশ বেশি কম্পিউটিং গতি পাওয়া যাবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগল কম্পিউটিং ইঞ্জিন প্রতিযোগিতা করবে অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে। অ্যামাজন সেবাটি চালু করে ২০০২ সালে। এক দশক ধরেই বিশাল বিশাল তথ্যকেন্দ্র স্থাপন করছে গুগল। এসবের মাধ্যমে গুগলের নিজস্ব সেবাগুলোর আওতা বাড়ছে।
গুগলের পক্ষ থেকে আরও জানানো হয়, গুগলের বাইরে তৃতীয় পক্ষকে প্রতিষ্ঠানটির অবকাঠামো ব্যবহারের সুবিধা দেয়া হচ্ছে ২০০৮ সাল থেকে। এর ফলে সাধারণ ব্যবহারকারীও অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট তৈরি করতে পারে। এসবের তথ্য জমা হয় গুগলের সার্ভারেই। সেখান থেকেই তথ্যগুলো বিশ্লেষণ করা হয়। কম্পিউট ইঞ্জিন ছাড়াও বৃহস্পতিবার অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করা হয় গুগলের ক্রোম ব্রাউজার ও গুগল ডকের অফলাইন এডিটিং টুল।