বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলবে টুইটার
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলবে টুইটার
নিষ্ক্রিয় ব্যবহারকারীদের ওপর খড়গহস্ত হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ছয় মাসের বেশি সময় ধরে টানা নিষ্ক্রিয় থাকা টুইটার অ্যাকাউন্ট মুছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মূলত গ্রাহক নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নিয়েছে টুইটার। খবর বিবিসি ও ইকোনমিক টাইমস।
এবারই প্রথম নিষ্ক্রিয় ব্যবহারকারীদের ওপর এমন কঠোর হতে যাচ্ছে টুইটার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, টানা ছয় মাস লগইন হয়নি এমন হাজারো টুইটার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। গ্রাহকরা চাইলেও পরে এসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।
তবে গ্রাহকদের সুবিধার জন্য ১১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এর মধ্যে গ্রাহকরা চাইলে তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট লগইন করার মধ্য দিয়ে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।
এদিকে মৃত ব্যক্তির অ্যাকাউন্টও চিরতরে বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে টুইটার। কেননা ফেসবুকের মতো টুইটারে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে ‘রিমেম্বারিং’ লেখা কোনো অপশন নেই।
টেক বিশ্লেষকরা বলছেন, নিষ্ক্রিয় ও মৃত ব্যক্তির অ্যাকাউন্ট মুছে ফেলার কারণে টুইটারে হাজার হাজার অ্যাকাউন্ট চিরতরে হারিয়ে যাবে। শুরুতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট মুছে ফেলার কার্যক্রম শুরু করবে টুইটার। পরে তা পুরো বিশ্বে ছড়িয়ে দেয়া হবে।
টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানটি নানামুখী উদ্যোগ নিয়েছে। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো এসব উদ্যোগে সাড়া দেয়নি। মূলত এ কারণে গ্রাহক নিরাপত্তার স্বার্থে ছয় মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো চিরতরে মুছে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।