বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » নতুন আইফোন দিয়ে বাজিমাত করবে অ্যাপল
নতুন আইফোন দিয়ে বাজিমাত করবে অ্যাপল
চলতি বছর বাজারে এসেছে অ্যাপলের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১১প্রো। অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছে তুমুল জনপ্রিয় প্রযুক্তি পণ্য হিসেবে জায়গা করে নিয়েছে ১১প্রো। জনপ্রিয়তার ধারা বজায় রাখতে আগামী বছর প্রতিষ্ঠানটি বাজারে আনবে স্মার্টফোনের পরবর্তী মডেল আইফোন ১২। আরো আসতে পারে আইফোন ১২প্রো, আইফোন ১২প্রো ম্যাক্স এবং এসই২ মডেলের স্মার্টফোন।
এসব স্মার্টফোনও জনপ্রিয়তা পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। অ্যাপল জানিয়েছে, ২০২০ সালে বিশ্বজুড়ে আইফোন সরবরাহ ১০ কোটি ইউনিটে উন্নীত হতে পারে। মূলত বাজারে চাহিদা বেশি থাকার কারণে আগামী বছর নাগাদ আইফোনের সরবরাহও বাড়িয়ে দেবে অ্যাপল। খবর টাইমস অব ইন্ডিয়া।
আইফোন ১১ ও আইফোন ১১প্রো মডেল দুটির আকাশচুম্বী জনপ্রিয়তা বৈশ্বিক স্মার্টফোন বাজারে অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে অ্যাপলকে। বিশেষত চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের জের ধরে চীনা বাজারে অ্যাপলের বড় ধরনের পতন ঠেকিয়েছে ১১ সিরিজের আইফোন। তুমুল জনপ্রিয়তার কারণে চলতি বছর সব মিলিয়ে আট কোটি ইউনিট আইফোন সরবরাহের প্রাক্কলন করেছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয়তার এ ধারা বজায় রেখে আসছে বছরে সব মিলিয়ে ১০ কোটি ইউনিট আইফোন ১২ সরবরাহের পরিকল্পনা রয়েছে অ্যাপলের। আইফোন ১২-তে থাকছে পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক সুবিধা। বিশ্বজুড়ে এ নেটওয়ার্কের সম্প্রসারণ আইফোন ১২ মডেলের জনপ্রিয়তার পেছনে প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করছে অ্যাপল।