মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অ্যাপলের এয়ারপড বিক্রির সম্ভাবনা ৬ কোটি ইউনিট
অ্যাপলের এয়ারপড বিক্রির সম্ভাবনা ৬ কোটি ইউনিট
পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে অ্যাপলের এয়ারপড দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এর জের ধরে চলতি বছর বিশ্বব্যাপী ছয় কোটি ইউনিট এয়ারপড বিক্রি হতে পারে। কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ ও সিএনএন।
পূর্বাভাসে বলা হয়েছে, তুমুল জনপ্রিয়তার কারণে চলতি বছর শেষে বিশ্বব্যাপী ছয় কোটি ইউনিট এয়ারপড বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের দ্বিগুণ।
২০১৬ সালে প্রথমবারের মতো এয়ারপড বাজারে আনে অ্যাপল। বাজারে আসার অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন তোলে অ্যাপলের এ ওয়্যারলেস ইয়ারফোন। মাইক্রোসফট, গুগলসহ অন্য টেক জায়ান্টরা অ্যাপলের পথ ধরে
ওয়্যারলেসইয়ারফোন ব্যবসায় লগ্নি করতে শুরু করে।
চলতি বছর দুটি মডেলের এয়ারপড বাজারে এনেছে অ্যাপল। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে সর্বশেষ সংস্করণ এয়ারপড প্রো। দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। নয়েজ ক্যান্সেলেশন ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকায় অল্প সময়ের মধ্যে মডেলটি গ্রাহকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আইফোন বিক্রি কমার কারণে চলতি বছর অ্যাপলের রাজস্ব আয়ের পতন ঠেকাতে এয়ারপডের এ মডেল কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষক পাভেল নায়া বলেন, এয়ারপড প্রো বাজারে আনার মধ্য দিয়ে ওয়্যারলেস ইয়ারফোনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে অ্যাপল। গ্রাহকরা পণ্যটি দারুণ পছন্দ করেছেন।