শনিবার ● ৩০ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জিপিআইটি সিএসই উত্সব চলছে কুয়েটে
জিপিআইটি সিএসই উত্সব চলছে কুয়েটে
॥ খুলনা প্রতিনিধি ॥
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিএসই অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ২৯ জুন শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জিপিআইটি সিএসই উত্সব। এ উত্সবের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অপার সম্ভাবনাময় একটি দেশ। দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে তথ্যপ্রযুক্তির গবেষণা ও ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।
উত্সবের শুরুতে কুয়েট সিএসই বিভাগের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রাশেষে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আশরাফুল গণি ভূইয়া, বিডিআরইএনের (টেকনিক্যাল) কনসালটেন্ট অধ্যাপক ড. এমএমএ হাসেম, বিডিওএসএনের জেনারেল সেক্রেটারি মুনির হাসান, জিপিআইটির চিফ কমার্শিয়াল অফিসার রনি রিয়াদ রশিদ। কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কেএম আজহারুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।
এ উত্সবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এতে বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার, প্রোজেক্ট শো, পোস্টার প্রদর্শনী, প্রোগ্রামিং কনটেস্ট, প্রীতি ফুটবল ম্যাচ, আইটি কুইজ, সুডোকু চ্যালেঞ্জ, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।