বুধবার ● ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » টি-মোবাইল সিইও জন লেজারের পদত্যাগ
টি-মোবাইল সিইও জন লেজারের পদত্যাগ
জার্মান ডয়েচে টেলিকমের মালিকানাধীন মোবাইল কমিউনিকেশন ব্র্যান্ড টি-মোবাইল ইউএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন লেজার পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের কারণ জানানো হয়নি। মনে করা হচ্ছে, তিনি টি-মোবাইল ছেড়ে
মার্কিন প্রতিষ্ঠান উইওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারেন। খবর সিএনএন।
টি-মোবাইলের পক্ষ থেকে এক বিবৃতিতে জন লেজারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, আগামী বছরের এপ্রিল পর্যন্ত জন লেজার দায়িত্ব পালন করবেন। এর পর থেকে তার পদত্যাগের আবেদন কার্যকর হবে। টি-মোবাইল
ইউএসএতে জন লেজারের স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার মাইক সিয়েভার্ট।
জন লেজার ২০১২ সাল থেকে টি-মোবাইল ইউএসএর সিইও হিসেবে কর্মরত ছিলেন। উইওয়ার্কের নতুন সিইও হিসেবে তিনি অ্যাডাম ন্যুমেনের স্থলাভিষিক্ত হতে পারেন।