সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেইসবুকের ‘বিকল্প’ আনলেন উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা: উইকি ট্রিবিউন
ফেইসবুকের ‘বিকল্প’ আনলেন উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা: উইকি ট্রিবিউন
ফেইসবুক-টুইটারকে ‘টেক্কা দিতে’ নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইকি ট্রিবিউন: সোশ্যাল’(WT:Social) তৈরি করলেন উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। জিমি বলছেন, তার এই যোগাযোগমাধ্যম ভুয়া সংবাদ এবং ‘ক্লিকবাজির’ হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করবে।
নতুন এই যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ফেইসবুকের মতো নিউজফিডে বিভিন্ন লিংক শেয়ার করতে পারবেন।
জিমি তার এই মাধ্যমকে বিজ্ঞাপনমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন, এর সঙ্গে উইকিপিডিয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন। পুরো প্রক্রিয়া এগিয়ে নিতে এনসাইক্লোপিডিয়ার ব্যবসায়িক পরিকল্পনা অনুসরণ করছেন; ব্যবহারকারীদের কাছ থেকে ডোনেশান সংগ্রহের অপশন রেখেছেন।
ফেইসবুক, টুইটার তাদের ব্যবসা টিকিয়ে রাখতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে। উইকি ট্রিবিউন দাবি করছে তারা কোনোভাবেই কারো ব্যক্তিগত তথ্য বিক্রি করবে না।
উইকি ট্রিবিউন মূলত বছর দুয়েক আগেই যাত্রা শুরু করে। প্রথমে এটি ছিল সংবাদভিত্তিক। কিন্তু ব্যবহারকারীদের কাছে সেটি তখন জনপ্রিয়তা পায়নি। এবার কিছুটা পরিবর্তন এনে সামাজিক যোগাযোগমাধ্যম যোগ করা হয়েছে।
গতমাস থেকে এর যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে জিমি ৫০ হাজার ব্যবহারকারী পাওয়ার আশা করছেন।