রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » বগুড়ায় ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সম্মেলন অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (বিটপা) তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। জেলার শহীদ টিটু মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে ৮৫০ জন পেশাজীবী অংশ নিয়েছেন।
দিনব্যাপী সম্মেলনে নানা কারিগরি বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনটি আয়োজন করেছে বগুড়া অনলাইন প্রফেশনালস কমিউনিটি (বিওপিসি) ও আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপ। সহযোগিতা করেছে অনলাইন তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান শিখবে সবাই।
বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘বিটপা সম্মেলনে তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরা হবে। বিটপা সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে-অনলাইন পেশাজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা এবং নতুন আইটি উদ্যোক্তা বৃদ্ধি করা। আমরা আশা করছি এই সম্মেলনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি পেশাদারদের বড় মিলনমেলা ঘটবে।’
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের একটি প্ল্যাটফর্মের আওতায় আনতে বিটপা প্রতিষ্ঠিত হয়। আইটি পেশাজীবীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক অধিকার আদায়ের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে এ কমিউনিটি।
বিটপা সম্মেলনে তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরবেন বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম, বিওপিসির সভাপতি মাহমুদুর রহমান, এলডব্লিউএইচএইচের প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, টেলিনর হেলথের সফটওয়্যার প্রকৌশলী এনাম আহমেদ, টেকনোভিসের প্রতিষ্ঠাতা কাজী মামুন, ন্যানোসফট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সুমন সাহা, ফিডফন্ডের সহপ্রতিষ্ঠাতা তৌহিদুর রহমান, আইটি নাট হোস্টিংয়ের প্রতিষ্ঠাতা রিজাউল করিমসহ অনেকে।
সকালে প্রধান অতিথির বক্তব্য বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে তথ্যপ্রযুক্তির পেশাজীবীদের এত বড় সম্মেলন বগুড়ায় হচ্ছে। সারা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বগুড়ায় এসেছেন। আমাদের সরকারও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সঙ্গে কাজ করছেন।’
অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে প্রায় ৫০ জন স্পিকার অংশগ্রহণ করেছেন। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হয় চলে সারাদিন ব্যাপী। রাতে ৯টায় নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।