সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন ‘মি সিসি৯ প্রো’
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন ‘মি সিসি৯ প্রো’
পেছনে পাঁচ ক্যামেরার ‘মি সিসি৯ প্রো’ স্মার্টফোন দেখাল শাওমি। মূল সেন্সরটি ১০৮ মেগাপিক্সেলের। বাকি চারটি সেন্সর হলো পাঁচগুণ অপটিক্যাল জুমের ৫ মেগাপিক্সেল সেন্সর, দ্বিগুণ জুমের ১২ মেগাপিক্সেল সেন্সর, ২০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনের ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।
শাওমির সঙ্গে যৌথভাবে ১০৮ মেগাপিক্সেল সেন্সরটি বানিয়েছে স্যামসাং। স্মার্টফোন হিসেবে সেন্সরটি বেশ বড়। আর পাঁচগুণ জুমের ৫ মেগাপিক্সেল সেন্সরটিতে ১০ থেকে ৫০ গুণ পর্যন্ত হাইব্রিড জুম সমর্থন করে। মানে অপটিক্যাল ও ডিজিটাল জুম মিলিয়ে ছবির বিষয়বস্তু ৫০ গুণ পর্যন্ত বড় করে দেখাতে পারে। এদিকে স্পেনে একই স্মার্টফোন ‘মি নোট ১০’ নামে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে শাওমি। সূত্র: এনগ্যাজেট