সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৪, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » ওয়াই-ফাই সিক্স রাউটার উন্মোচন করল টিপি-লিংক
প্রথম পাতা » নতুন পণ্য » ওয়াই-ফাই সিক্স রাউটার উন্মোচন করল টিপি-লিংক
৯৮৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াই-ফাই সিক্স রাউটার উন্মোচন করল টিপি-লিংক

---
নেটওয়ার্কিং পণ্যে বিশ্বের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান টিপি-লিংক দেশের বাজারে অবমুক্ত করেছে ওয়াই-ফাই সিক্স প্রযুক্তির রাউটার- আর্চার এএক্স সিরিজ। ইন্টেল হোম ওয়াই-ফাই চিপসেটধারী এই রাউটারগুলো উচ্চ গতি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় প্রিমিয়াম ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস সুবিধা প্রদান করবে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্চার এএক্স সিরিজের রাউটার অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লীন ওয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে টিপি-লিংকের পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ সময় আইএসপিএবি নেতৃবৃন্দসহ টিপি-লিংক ব্যবসায়ের অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রায়ান ডং বলেন, ‘পিসির জন্য ইন্টেল সর্বপ্রথম ওয়াই-ফাই সিক্স চালু করে এবং বিশ্বব্যাপী বহু ধরনের পিসি এখন এই প্রযুক্তির সাথে যুক্ত হচ্ছে। ইন্টেলের ওয়াই-ফাই সিক্স প্রযুক্তির সাথে অ্যাম্বেড করা টিপি-লিংক আরচার এএক্স সিরিজ রাউটার ইন্টেল ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস সহ নতুন পিসিতে গিগ প্লাস গতি অত্যন্ত দক্ষতার সাথে সরবরাহ করে। তাই অধিক সুবিধাসহ অধিকসংখ্যক ব্যবহারকারীর কাছে টিপি-লিংক ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস রাউটার পৌঁছে দিতে ইন্টেল অধিক মনোনিবেশ করেছে। টিপি-লিংকের সাথে ইন্টেলের ঘনিষ্ঠ এই সহাযোগিতার কারণে যেকোনো জায়গায় যেকোনো সময়ে আমরা অধিকসংখ্যক সংখ্যক ব্যবহারকারীকে আরো ভালো সংযোগের সুবিধা উপভোগ করার জন্য নিরবিচ্ছিন্নভাবে প্রচেষ্টারত রয়েছি।’

বিশেষ অতিথি লীন ওয়াং বলেন, ‘টিপি-লিংক ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীকে সেবা দিয়ে আসছে এবং বেশ কয়েক বছর ধরে অবিরতভাবে ওয়াই-ফাই পণ্য বাজারের একটি বড় অংশ দখলে রেখেছে। আর, ইন্টেলের শীর্ষস্থানীয় গিগ প্লাস প্রযুক্তি সম্বলিত আমাদের ওয়াই-ফাই সিক্স রাউটার এখন ব্যবহারকারীদের নিকট উচ্চমাত্রার এক প্রযুক্তি পণ্য হিসেবে প্রতীয়মান হচ্ছে।’

লীন ওয়াং আরো বলেন, ‘টিপি-লিংক খুব শিগগির সম্পূর্ণ পরিসরের এফটিটিএইচ পণ্য বাংলাদেশের বাজারে আনবে।’

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘আমরা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে টিপি-লিংকের একমাত্র পরিবেশক হিসেবে লাখ লাখ ব্যবহারকারীর কাছে বিশ্বের শীর্ষস্থানীয় রাউটার সরবরাহ করে আসছি। আমরা আমাদের অংশীদারদের সহায়তায় সকলের উচ্চতর ডিজিটাল জীবনধারা উপভোগ করার লক্ষে সর্বশেষ প্রযুক্তি পণ্য এবং প্রযুক্তিজ্ঞান ব্যবহারকারীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি।’
উল্লেখ্য, বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রে সিইএস প্রদর্শনী এবং জাপানের পরে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের বাজারে টিপি-লিংক ওয়াই-ফাই সিক্স রাউটার- আর্চার এএক্স সিরিজ অবমুক্ত করা হলো।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি
বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট