মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চলছে। এর পরও প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এজন্য সিলিকন ভ্যালি থেকে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বিশেষ লাইসেন্স দেয়ার কথা শোনা গিয়েছিল। এবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস জানিয়েছেন, দ্রুতই এ লাইসেন্স ইস্যু করবে মার্কিন বাণিজ্য দপ্তর। খবর ব্লুমবার্গ।
গত মে মাসে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের কাছে স্মার্টফোন তৈরির যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয় মার্কিন কোম্পানিগুলো। আর্থিক লোকসানের মুখে পড়ে এসব কোম্পানি। জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ লাইসেন্স প্রদানের কথা জানান। লোকসান এড়াতে হুয়াওয়ের সঙ্গে ব্যবসার অনুমতি চেয়ে একের পর এক কোম্পানি মার্কিন বাণিজ্য দপ্তরে আবেদন করে।
উইলবার রস বলেন, আমরা এরই মধ্যে ২০৬টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পেয়েছি। এটা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। এগুলো যাচাই-বাছাই চলছে। শিগগিরই এসব কোম্পানিকে হুয়াওয়ের সঙ্গে ব্যবসার জন্য লাইসেন্স ইস্যু করা হবে। লাইসেন্সপ্রাপ্ত মার্কিন কোম্পানি হুয়াওয়ের কাছে যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে।