বুধবার ● ২৭ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণফোনকে বিটিআরসির চিঠি
গ্রামীণফোনকে বিটিআরসির চিঠি
জনবল ছাঁটাইয়ের পরিসংখ্যান চেয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। চিঠিতে গত এক বছরে দেশের শীর্ষস্থানীয় এ সেলফোন অপারেটর কত জনবল ছাঁটাই করেছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে জনবল ছাঁটাইয়ের কোনো পদক্ষেপ নেবে কি না, তা জানাতে বলা হয়েছে।
বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিককালে টেলিযোগাযোগ খাত দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখলেও এ খাতে কর্মরত কর্মচারীদের চাকরির কোনো নিরাপত্তা নেই। গ্রামীণফোনে জনবল ছাঁটাইয়ের বিষয়টি বিটিআরসির দৃষ্টিগোচর হয়েছে। গ্রামীণফোনের লোকবল ব্যবস্থাপনা এবং নিয়মানুবর্তিতা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জনবল ছাঁটাইয়ের সংবাদ এ খাতের সার্বিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিটিআরসি।
চিঠিতে আরও বলা হয়, ২০১১ সালের জুলাই থেকে অদ্যাবধি গ্রামীণফোন থেকে কত জনবল ছাঁটাই হয়েছে তার পরিসংখ্যান এবং সামনে এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া হবে কি না সে বিষয়ে প্রতিষ্ঠানটির অবস্থান কমিশনকে লিখিতভাবে অবহিত করতে বলা হলো।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বণিক বার্তাকে বলেন, জনবল ছাঁটাইয়ের পরিসংখ্যান চেয়ে গ্রামীণফোনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। চিঠি প্রাপ্তির পর সাত কার্যদিবসের মধ্যে গ্রামীণফোনকে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
চিঠি প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, গ্রামীণফোন বিটিআরসির কাছ থেকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছে। লিখিত জবাব দেয়ার জন্য বিটিআরসির কাছে সময় চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে চিঠির জবাব দেয়া হতে পারে বলে জানান তিনি।