বুধবার ● ২৭ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » মস্তিষ্কের পরীক্ষায় অটিজম শনাক্ত করা সম্ভব
মস্তিষ্কের পরীক্ষায় অটিজম শনাক্ত করা সম্ভব
মস্তিষ্কের একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে শিশুদের অটিজম (প্রতিবন্ধিতা) শনাক্ত করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বোস্টন শিশু হাসপাতালের গবেষকরা তাদের সাম্প্রতিক এক গবেষণার পর এমন তথ্য দিয়েছেন। তারা বলেছেন, একটি শিশু অটিস্টিক কি না তা যাচাই করার জন্য যদি তার মস্তিষ্কের ইইজি পরীক্ষা করা যায় তাহলেই তা পরিষ্কার বোঝা যাবে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা দু থেকে পাঁচ বছর বয়সী এক হাজার শিশুর মস্তিষ্কের ইইজি পরীক্ষা করেন। তাদের অনেকেই যে অটিস্টিক সেটি এই পরীক্ষায় ধরা পড়ে। গবেষকরা বলেন, এর আগেও আমরা অটিজমের বিষয়ে গবেষণা করেছি। তবে এবারের এই ইইজি পরীক্ষাতেই সবচেয়ে সফলভাবে অটিজম শনাক্ত করা গেছে। তবে আরেকদল গবেষক বলেছেন, ইইজি পরীক্ষার মাধ্যমে অটিজম শনাক্তকরণের বিষয়ে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার অবকাশ রয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী অটিস্টিক শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় তা একধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। বিবিসি।