বুধবার ● ২৭ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » টুইটার ছাড়লেন বিবিসির সঞ্চালক
টুইটার ছাড়লেন বিবিসির সঞ্চালক
বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে মাইক্রোব্লগিং সাইট ছাড়লেন ভারতীয় বংশোদ্ভূত টিভি ব্যক্তিত্ব সোবনা গুলাতি। বিবিসির ‘করোনেশন স্ট্রিট’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ব্রিটিশ দৈনিক সান জানায়, টুইটারে এ নারীর বিকৃত ছবি ও তার সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে। টুইটারে তাকে উদ্দেশ্য করে একজন লেখেন, ‘তুমি ব্রিটিশ না, তুমি বিদেশী।’ আরেকজন লেখেন, ‘আমার দেখা সবচেয়ে জঘন্য ব্যক্তি তুমি।’ এসব মন্তব্যের পর আরেকজন ব্যক্তি লেখেন, ‘আমি টুইটারে সবসময়ই তোমাকে বিরক্ত করব।’
গুলাতি সানকে জানান, এসব মন্তব্য দেখার পর তিনি ভেঙে পড়েন। তার ভাষায়, ‘বর্ণ নিয়ে টুইটারে আমাকে আক্রমণ করায় আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। আমার মনে হচ্ছিল, আমরা আর আধুনিক যুগে নয়, সত্তরের দশকে ফিরে গেছি।’
তিনি আরও বলেন, ‘এসব মন্তব্য আমাকে হরর মুভির কথা মনে করিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে, যথেষ্ট হয়েছে, টুইটারে আর না।’
শুরুর দিকে বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি বিষয়টি আমলে না নিতে। কিন্তু তাদের মন্তব্য ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছিল।’