বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর
ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত এলজি বাংলাদেশে নিয়ে এসেছে নতুন ২৭ ইঞ্চি ১৪৪ হার্জের ২কে গেমিং মনিটর। এলজি ২৭জিএল৮৫০ মডেলের মনিটরটি ২৭ ইঞ্চের ফ্ল্যাট মনিটর যার রেসুলেশন ২কে বা ২৫৬০*১৪৪০। ন্যানো আইপিএস প্রযুক্তিতে তৈরী মনিটরটি ১০ বিট বা ১.০৭ বিলিয়ন কালার দেখাতে সক্ষম।
মঙ্গলবার (অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিটরটি বিশ্বের প্রথম ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর যার রেস্পন্স টাইম ১ মিলিসেকন্ড। এতে এডাপটিভ সিংক সাপোর্ট করে। এলজির ভাষ্যমতে এটি এনভিডিয়া জি সিংক এবং এএমডি ফ্রীসিংক সাপোর্ট করতে সক্ষম।
১৪৪ হার্জের রিফ্রেশ রেট হবার জন্য মনিটরটি গেমারদের কাছে প্রতিটি ফ্রেমই উপস্থাপন করতে সক্ষম কোন ধরনের মোশন ব্লার ছাড়াই।
মনিটরটির বাজার মূল্য ৬৫,০০০ টাকা। ৩ বছর ওয়ারেন্টিসহ মনিটরটি পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ডে প্রাইভেট লিমিটেডের যে কোন শাখায়।