বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » এখন বাড়ি ভাড়া দেয়া-নেয়ার কাজ আরো সহজ
এখন বাড়ি ভাড়া দেয়া-নেয়ার কাজ আরো সহজ
উত্তরায় বাসা ভাড়া দেয়া-নেয়ার কাজকে আরো সহজ করতে দ্বিতীয় অফলাইন মার্কেটপ্লেসের উদ্বোধন করেছে বিপ্রপার্টি ডটকম। সাধারণত প্রপার্টি ভাড়া দেয়া-নেয়া বা বেচা-কেনা সংক্রান্ত সব ধরনের সেবা অনলাইনে গ্রহণ করতে পারেন বিপ্রপার্টি ডটকমের গ্রাহকরা। এর পাশাপাশি অফলাইনেও সেবা দেবে নতুন এই মার্কেটপ্লেস।
বিপ্রপার্টি ডটকমের সাম্পতিক এক গবেষণায় দেখা গেছে, ঢাকার সবচেয়ে বেশি- ২৪% অধিবাসী উত্তরা এলাকা বসবাস করতে চান এবং দ্বিতীয় পছন্দের তালিকায় আছে মিরপুর এলাকা, যেখানে বসবাস করতে চান ২০% অধিবাসী। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত ছয় মাসব্যাপী সংগ্রহ করা বিপ্রপার্টির তথ্য অনুযায়ী, মোট প্রপার্টির ৫৩.৬৬% গ্রাহকের চাহিদা ১৫০০ স্কয়ার ফুটের বাসা এবং ৭৪.১৪% গ্রাহকের চাহিদা তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট।
উত্তরার দ্বিতীয় মার্কেটপ্লেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্রপার্টি সিইও মার্ক নসওয়ার্দি, মার্কেটিং ম্যানেজার মাহজাবীন চৌধুরী, রেন্টাল সার্ভিস (সেলস) ম্যানেজার নাহিদ আহমেদ মিয়াজী এবং প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ ম্যানেজার অ্যান্ডি অগাস্টিন রোজারিও।