মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » জনশুমারি প্রকল্পে নাসার সহায়তা নেবে সরকার
জনশুমারি প্রকল্পে নাসার সহায়তা নেবে সরকার
টেকসই উন্নয়ন নীতি ও পরিকল্পনা নেওয়ার স্বার্থে দেশের মোট জনসংখ্যার প্রকৃত ও সঠিক হিসাব প্রয়োজন। প্রায় ১০ বছর জনশুমারি না হওয়ায় বর্তমানে মোট জনসংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই। এরই পরিপ্রেক্ষিতে আদমশুমারি বা জনশুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চলবে গৃহগণনাও। ডিজিটাল পদ্ধতিতে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পরিচালনা করা হবে এবারের শুমারি। এ কাজে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সহযোগিতা নেওয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে আগামী বছর ১৭ মার্চ থেকে। এ দিন থেকেই জনশুমারি পরিচালনার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুমোদনও দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিবেচনার জন্য জাতীয় এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি উপস্থাপন করা হবে। আজ মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং একনেকেরও চেয়ারপারসন শেখ হাসিনা।
২০২৪ সালে গণনা শেষে শুমারির প্রতিবেদন প্রকাশ করা হবে। বিবিএস সূত্রে জানা গেছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে শুমারি পরিচালনায় নাসার সহযোগিতা নেওয়া হবে। এ পদ্ধতিতে দশমিক ৫ মিটার এলাকাও চিহ্নিত করা যাবে সহজে। ফলে শুমারি সঠিক এবং নির্ভুল হবে। সাত দিনে মাঠ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু এর পেছনে থাকবে তিন বছরের প্রস্তুতি ও প্রশিক্ষণ। সব তথ্য সংগ্রহ করতে ইন্টারনেট, কম্পিউটার, ট্যাবসহ আধুনিক ডিভাইস ব্যবহার করা হবে। তথ্যগুলোর সংরক্ষণও ব্যবহার সহায়ক হবে। যাতে যে কেউ চাইলে প্রয়োজনীয় পরিসংখ্যান সেবা নিতে পারেন।