বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » মুজিববর্ষ উপলক্ষে বিনা ফিতে ল্যান্ডফোন সংযোগ
মুজিববর্ষ উপলক্ষে বিনা ফিতে ল্যান্ডফোন সংযোগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন কোম্পানি বিটিসিএলের সংযোগ নিতে কোন প্রকার ফি দিতে হবে না। সরকার বিনা ফিতে গ্রাহকদের ল্যান্ডফোন সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযাগমন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, বিটিসিএল ল্যান্ডফোনে মাসিক ভাড়া (লাইনরেন্ট) ১৮০ টাকা আগেই তুলে দেয়া হয়েছে। গ্রাহকদের ল্যান্ডফোন টু ল্যান্ডফোন ১৫০ টাকায় সারা মাস যত খুশি কথার সুযোগ পাচ্ছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে যারা নতুন সংযোগ নিবেন অথবা পুনঃসংযোগ করার জন্য কোন ফি দিতে হবে না, তারা বিনামূল্যে সংযোগ নিতে পারবেন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। আসছে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মের শত বছর পূর্ণ হবে। ঠিক পরের বছর ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
ল্যান্ডফোনে সংযোগ ফি মওকুফের সুযোগ কতদিন থাকবে জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, এখন থেকে ২০২০ সাল পুরোটাই চলবে। বিনা মূল্যে সংযোগ মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে। তাবে পুনঃসংযোগের ক্ষেত্রে বকেয়া পরিশোধ করতে হবে।
দেশে ল্যান্ডফোনের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। মঙ্গলবারের সিদ্ধান্তের ফলে বহুজন এটাকে ব্যবহার করবে। এখন ল্যান্ডফোন থেকে মোবাইল ফোনে কথা বলা হলে মাত্র ৫২ পয়সা লাগছে। আগে অনেক বেশি টাকা লাগত। এখন ল্যান্ডফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও দেয়া হচ্ছে। বিটিসিএলের তৃণমূল পর্যন্ত সেবা দেয়ার সক্ষমতা রয়েছে। ফিক্সড ফাইভ-জি বিটিসিএলের মাধ্যমে দিতে চেষ্টা করা হচ্ছে।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, ল্যান্ডফোনকে জনপ্রিয় করার জন্য সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। বিটিসিএল ফোন সংযোগ নিতে ঢাকায় এক হাজার টাকা জামানত, এক হাজার টাকা সংযোগ ফি ও ১৫০ টাকা ভ্যাটসহ মোট দুই হাজার ১৫০ টাকা দিতে হতো। চট্টগ্রামে সংযোগ ফি ৫শ’ টাকা ও দেশের অন্য স্থানে সংযোগ ফি ৩শ’ টাকা ছিল। বর্তমানে দেশে ল্যান্ডফোনের সংখ্যা প্রায় ছয় লাখ। আর পুনঃসংযোগ নিতে ৫শ’ টাকার মতো ফি জমা দিতে হতো। এখন পুনঃসংযোগ ফিও লাগবে না।