সোমবার ● ২১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » টেক টিপসঃ গুগলের নতুন পাসওয়ার্ড চেকআপ ফিচার
টেক টিপসঃ গুগলের নতুন পাসওয়ার্ড চেকআপ ফিচার
এ বছরের শুরুর দিকে গুগল তাদের ক্রোম ব্রাউজারের জন্য একটি নতুন এক্সটেনশান অবমুক্ত করে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা পাসওয়ার্ড ঝুঁকিতে রয়েছে কিনা তা শনাক্ত করতে পারে। আর এবার গুগল তাদের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আরো এক ধাপ এগিয়ে এলো।
গুগল তাদের সকল পরিষেবার পাসওয়ার্ড সুরক্ষা সহ সেবাগুলোর সুরক্ষা বাড়াতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যা সকল সংরক্ষিত পাসওয়ার্ড স্ক্যান করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় পদক্ষেপের প্রস্তাব দেয়।
গুগলের নতুন এই পাসওয়ার্ড চেকআপ ফিচারটি ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
* আপনার ব্রাউজার থেকে ‘https://myaccount.google.com’ সাইটে প্রবেশ করুন।
* আগে থেকে সাইন ইন করা না থাকলে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন।
* এবার ‘সিকিউরিটি’ সেকশনে ক্লিক করুন।
* নিচে স্ক্রোল করুন এবং ‘সাইনিং ইন টু আদার সাইটস’ অপশনটি সন্ধান করুন।
* ‘পাসওয়ার্ড ম্যানেজার’ অপশনে ক্লিক করুন।
* পরবর্তী পেজে ফিচারটি সক্রিয় করতে ‘পাসওয়ার্ড অপশন’ আইকনে ক্লিক করুন। যে যেসব ওয়েবসাইট এবং অ্যাপে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, তার একটি তালিকা চলে আসবে।
* এখন ‘চেক পাসওয়ার্ড’ এই লিংকে ক্লিক করুন।
* চেক পাসওয়ার্ড বাটন যুক্ত একটি পেজ আসবে। চেক পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন।
* এখানে ভেরিফিকেশনের জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।
* এরপর গুগল আপনার সমস্ত সংরক্ষিত পাসওয়ার্ড বিশ্লেষণ করবে এবং কম্পোমাইজড, পুনরায় ব্যবহৃত এবং দুর্বল- এই তিনটি ক্যাটাগরিতে পাসওয়ার্ডগুলো প্রদর্শন করবে।
* এছাড়াও চেকআপ টুলটি সেসব অ্যাকাউন্টগুলোর একটি তালিকাও প্রকাশ করবে যেখানে আপনি একই পাসওয়ার্ড ব্যবহার করছেন।